নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টিতে ধস নামে পাহাড়ের বিভিন্ন জায়গায়। এদিন সকালে সেবক পুলিশ ফাঁড়ি ও সেবকেশ্বরী কালিবাড়ির মাঝে বিশাল ধস নামে।
আরও পড়ুনঃ মধুর তান্ডবে আতঙ্কিত জটেশ্বর
ধস নেমে আসার মাত্রা দেখে মনে হচ্ছিলো যেনো ওই এলাকায় পুরো পাহাড়টাই ভেঙে পড়ছে। এর ফলে বন্ধ হয়ে যায় ১০ ও ৩১ নং জাতীয় সড়ক যোগাযোগ । সিকিম ও কালিম্পং-র সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ।
লম্বা লাইন পড়ে যায় গাড়ির। ধসের খবর পেয়ে বৃষ্টির মাঝেই পে লোডার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ শুরু করেছে এন এইচ ৯ নম্বর ডিভিশন কর্তৃপক্ষ। তাই ডুয়ার্স ও পাহাড়মুখী সমস্ত গাড়িগুলোকে গজলডোবা দিয়ে আপাতত ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584