জলের তোড়ে ভেঙে গেল ব্রিটিশ আমলে তৈরি সেতু

0
54

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বেশ কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ায় কার্যত জলের স্রোতে ভেঙে গেলে ব্রিটিশ আমলে তৈরী হাওয়া পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত ধাদিকা ছোট ব্রীজ ৷বুধবার শিলাবতী নদীর জলের স্রোতের চাপেই ভেঙে যায় কংক্রিটের এই ব্রীজটি ৷

bridge | newsfront.co
ভেঙেপড়া সেতু ৷ নিজস্ব চিত্র

জানা গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ আমলে গড়বেতা ও বিষ্ণুপুর এলাকার সাথে সংযোগ রক্ষার্থে এই কংক্রিটের ব্রীজটি তৈরী করা হয়েছিল ৷ শিলাবতী নদীর ওপরে তৈরী এই সেতুর প্রথমে গুরুত্ব থাকলেও পরে পাশেই নতুন একটি বড় ব্রীজ তৈরী হয়ে যাওয়ায় উন্নত যোগাযোগ সম্ভব হয়েছিল ৷

silabati | newsfront.co
নিজস্ব চিত্র

গুরুত্ব হারিয়েছিল এই ছোট সেতুটি ৷পরে যদিও এই সেতুটিও সংস্কার করেছিল প্রশাসন ৷ কিন্তু পূর্ণাঙ্গ সংস্করণ না হওয়াতে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থাতেই ছিল ৷ বুধবার ভোরে সেটি হঠাৎ করেই ভেঙে পড়ে ৷

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় স্বেচ্ছায় রক্তদান শিবির

অন্যান্য সময় চার চাকার গাড়িও যাতায়াত করেছে এই সেতুর ওপর দিয়ে ৷ সৌভাগ্যক্রমে ঘটনার সময় ওই ব্রীজে কোনো গাড়ি ছিলনা ৷ তাই কারও কোনো ক্ষতি হয়নি ৷ তবে ইতিহাস সৃষ্টিকারী এই সেতুর ক্ষতি হওয়ায় যথেষ্ট শোক প্রকাশ করছে এলাকার মানুষজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here