নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্যে করোনায় প্রাণ হারালেন আরও এক চিকিৎসক। করোনা সংক্রমণ ধরা পড়ার পর কলকাতার ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জয় সেন।
মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৫। কয়েকদিন ধরেই জটিল ধরনের করোনার সমস্যায় ভুগছিলেন ওই চিকিৎসক। কোভিড-১৯ এর জেরে অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রম বা এআরডিএস হয়েছিল তাঁর।
আরও পড়ুনঃ ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জেলা তৃণমূল কংগ্রেসের
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, তাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। অবশেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েন ডাঃ সঞ্জয় সেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত পরিবার ও আত্মীয়স্বজন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584