ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জেলা তৃণমূল কংগ্রেসের

0
37

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর শহরে ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার মেদিনীপুর শহরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি ,তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, বিশ্বনাথ পাণ্ডব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

man | newsfront.co
নিজস্ব চিত্র

সামাজিক দূরত্ব বজায় রেখে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রণব মুখার্জির ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন প্রণব মুখার্জি বাংলা তথা ভারতের একজন মহান ব্যক্তি ছিলেন না, তিনি সারা দেশের এক মহান ব্যক্তি ছিলেন। তাই সারাদেশের মানুষ তাকে শ্রদ্ধা করতেন। তিনি বলেন বাংলা যেমন তার এক মহান সন্তানকে হারাল তেমনি এক মহান রাজনীতিবিদকে ভারত হারাল। তিনি বলেন মেদিনীপুরের সঙ্গে তার সম্পর্ক ছিল নিবিড়।

আরও পড়ুনঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া খড়গ্রামে

মেদিনীপুরের উন্নয়নে তিনি কাজ করেছেন, তার অবদান মেদিনীপুর কখনও ভুলবেনা।তার সহযোগিতা ছাড়া কেলেঘাই ও কপালেশ্বরী নদীর সংস্কার সম্ভব হতনা ।তিনি বলেন, “এখন রাষ্ট্রীয় শোক চলছে,রাষ্ট্রীয় শোক শেষ হওয়ার পর একদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুরে স্মরণসভার আয়োজন করা হবে।” মঙ্গলবার শুধু মেদিনীপুর শহরে নয় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানানো হয়।

গড়বেতা,শালবনি,ঘাটাল সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা প্রণব মুখার্জির ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারবর্গকে সমবেদনা জানায়। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অজিত মাইতি আরও বলেন যে “দেশের মানুষ গুরুত্ব বুঝতে পেরেছিল তাই বাংলাদেশ সরকারও তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলা কংগ্রেস ভবনে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা

তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সকলের কথা শুনতেন তার মৃত্যুতে সারা দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল। তিনি শুধু ভারতরত্ন নয়, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন ভারতবাসীর একজন অভিভাবক। তাই আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here