নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:
ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের বর্ষব্যপী সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার পঞ্চাশতম বর্ষে পা রাখছে শিলদা কলেজ।
সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে বছরভর নানা ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজসেবা, পরিবেশ সচেতনতা ও উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত সুবর্ণ জয়ন্তী বর্ষ পদার্পণ উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পান্ডা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী ব্রহ্মেশ্বরানন্দ মহারাজ। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
আরও পড়ুনঃ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন জীবন্তির মহলন্দীতে
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, কলেজ প্রাক্তন অধ্যক্ষ ড.বিশ্বনাথ দে’সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপিকা ড.সুজাতা তেওয়ারি জানান, সমগ্র অনুষ্ঠানটি কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584