কাশ্মীরে শ্রমিক হত্যার প্রতিবাদে মৌন মিছিল জলঙ্গীতে

0
85

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

কাশ্মীরে মুর্শিদাবাদের ৫ শ্রমিক হত্যার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় জলঙ্গী ব্লকের ভাদুরিয়া পাড়া বাজারে আরিফ বিল্লাহর নেতৃত্বে মৌন মিছিল হয়।

গত মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হামলায় ৫ জন শ্রমিক মারা যান। প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বাহালনগর গ্রামে। খবর পাওয়ার পর থেকেই বাড়িতে চলে কান্নাকাটির ঝড়।

Silent procession for kashmir attack | newsfront.co
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে ও আরও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ব্যবস্থা পাইয়ে দেওয়া হবে।

গতকাল পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পরিবারের সদস্য দের হাতে ৫ লক্ষ টাকা রাজ্য সরকারের তরফ থেকে ও জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২ লক্ষ টাকা দেন।

রাজ্য ও জেলা নেতৃত্বরা নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিণ জোনের নেতা আরিফ বিল্লাহও সেখান থেকে ফিরে এসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মৌন মিছিলের আয়োজন করেন।

আরও পড়ুনঃ স্বজন হারানো বুকফাটা কান্নায় দেহ ফিরল বাহালনগরে

এই মৌন মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতন। ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা আরিফ বিল্লাহ বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছি যেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন পার্লামেন্টে।

উনি আরও জানান, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয় যে বিজেপি সরকার দেশ চালানোর যোগ্যতা হারিয়ে ফেলেছে। যেখানে প্রধানমন্ত্রী বলেছেন জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ হওয়ার পর, কাশ্মীরের পরিস্থিতি আগের থেকে এখন অনেক স্বাভাবিক, তাহলে কী করে জঙ্গি ঢুকে নিরীহ ৫ জন শ্রমিককে গুলি করে হত্যা করল।

এ দিন এই মৌন মিছিলে উপস্থিত ছিল সাদি খাঁন দেয়াড় গ্রাম পঞ্চায়েত প্রধান মহাবুল ইসলাম ও এলাকার বিভিন্ন সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here