গোপীবল্লভপুরে শহীদদের আত্মার শান্তি কামনায় মৌন মিছিল

0
71

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

silent procession for the peace of the martyrs of Goblabhappur
মৌন মিছিল। নিজস্ব চিত্র

কাশ্মীরে ভারতীয় সেনার কনভয়ে জঙ্গী হামলার প্রতিবাদে গোপীবল্লভপুরে মৌন মিছিল করলো সূবর্নরেখা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার কাশ্মীরবে পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গী হামলায় মৃত্যু হয় চুয়াল্লিশ জন সেনার।ঘটনায় জখম হন বেশ কিছু জন সি আর পি এফ জওয়ান।এই ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করল গোপীবল্লভপুরের সূবর্নরেখা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কালো ব্যাচ পরে, জাতীয় পতাকা নিয়ে চলল মিছিল।মিছিলটি সূবর্নরেখা মহাবিদ্যালয় থেকে শুরু করে গোপীবল্লভপুর বাজার এলাকা হয়ে হাতিবাড়ি মোড়ে শহিদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে ও নিরাবতা পালন করে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন সূবর্নরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রতন কুমার সামন্ত, কলেজের লাইব্রেরিয়ান সত্যরঞ্জন বারিক, কলেজের জি.এস সৌভিক বারিক, কলেজের প্রাক্তন ছাত্র সত্যবান দন্ডপাট সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ।

আরও পড়ুনঃ সন্ত্রাসের চোখ রাঙানি দেখা জঙ্গলমহলের পড়ুয়ারা কাশ্মীরে নাশকতার প্রতিবাদে পথে

সূবর্নরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রতন কুমার সামন্ত বলেন যে,”সব জাওয়ানরা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি।তাঁদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই।১৪ ফেব্রুয়ারি দিনটিকে আমরা ভেলেন্টাইন্স ডে হিসেবে মানতাম কিন্তু কালকের ঘটনার পর থেকে সেটি কালা দিবসে পরিনত হল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here