মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
খুশির হাওয়া শিলিগুড়িতে। প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর বুধবার খুলল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। করোনার দ্বিতীয় ঢেউ সরে যেতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। শপিং মল, সিনেমাহল, থিয়েটারের পর এবার পর্যটকদের জন্য খুলে গেল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের দরজা।
২০২০ সালের মার্চ মাস থেকে অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল এই পার্কটি। এরপর আবার চালু করলেও ২০২১এর মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ আসায় পার্ক বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি একটু স্বাভাবিক হতে বুধবার আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বেঙ্গল সাফারি পার্ক। এতদিন পর পার্ক খোলায় স্বাভাবিকভাবেই খুশি পর্যটকেরা।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! খুলল আলিপুর চিড়িয়াখানার দরজা
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ জানান, ‘করোনার দাপট কিছুটা কমতেই বুধবার থেকে খুলে দেওয়া হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। তবে পার্কে প্রবেশের ক্ষেত্রে মানতে হবে করোনার সমস্ত বিধিনিষেধ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584