নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সাংবাদিককে চড় মারার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে শামিল হল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব ও শিলিগুড়ির সাংবাদিকরা। এদিন শিলিগুড়ির গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে শামিল হন সাংবাদিকরা। উপস্থিত ছিলেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাপতি প্রমোদ গিরি, সাধারণ সম্পাদক অংশুমান চক্রবর্তী,সহ-সভাপতি ইরফান আজম সহ অন্যান্য সদস্যরা।
আরও পড়ুনঃ ময়নাগুড়িতে সাংবাদিককে প্রকাশ্যে চড় স্থানীয় বিধায়কের, অভিযোগ অস্বীকার
এই বিষয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অংশুমান চক্রবর্তী বলেন যে, “অভিযুক্ত বিধায়ককে ওই সাংবাদিকের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। আর যদি ওই বিধায়ক ক্ষমা না চায় তাহলে আগামীকাল কালো ব্যাচ পরে খবরে যাব। খবর সংগ্রহ করব আমরা, সেই খবর কারও পছন্দ নাও হতে পারে তাই বলে চড় মারবে সাংবাদিককে এইটা কোনো ভাবেই বাঞ্ছনীয় নয়। আর সংবিধান অনুযায়ী পুলিশ কি পদক্ষেপ নেয় সেইটার পরেই পরবর্তী পদক্ষেপ নেব আমরা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584