নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
করোনা মোকাবিলায় এবার বিশেষ নজর দিতে হবে শিলিগুড়িতে। সরকারের নির্দেশিকাকে উপেক্ষা করে, লকডাউন মানছে না শিলিগুড়িবাসী। এমনকি কারনে অকারণে মানুষ বেরিয়ে পড়ছেন রাস্তায়। শিলিগুড়িকে নিয়ে শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই শক্ত হাতে হাল ধরতে মাঠে নামলো শিলিগুড়ি পুলিশ কমিশনার ত্রিপুরারী অর্থব।
এদিন শহর শিলিগুড়ির টিকিয়াপাড়ার কাছে বাজার পরিদর্শন করতে আচমকাই যান কমিশনার। এরপর গোটা এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে কথাও বলেন তিনি।
আরও পড়ুনঃ লকডাউন সফল করতে এলাকায় সকাল থেকে অভিযান পুলিশের
তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “হাটের দিন গুলোতে যাতে ভিড় না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি বেশ কিছু অস্থায়ী দোকান গুলোকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে এলাকায়”। অপরদিকে এদিন সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় নাকা চেকিংও চালাতে দেখা যায় পুলিশকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584