নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
দীর্ঘ ১৪ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট। গত ১২ জুন প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট। কারণ, এই মার্কেট থেকে অনেকেই করোনা সংক্রমিত হয়েছিলেন। এরপরেই বন্ধ করে দেওয়া হয় মার্কেটটি।

এরপর বন্ধ থাকা অবস্থাতেই সম্পূর্ণ মার্কেট চত্বর পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়। ১৪ দিন বন্ধ থাকায় সমস্যার মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। তবে করোনা সংক্রমণের কথা ভেবে ব্যবসায়ীরা মার্কেট বন্ধ থাকার বিষয়টি সমর্থন জানিয়েছিলেন।
আরও পড়ুনঃ মালদহে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত
অবশেষে স্বাস্থ্যবিধি মেনে এদিন থেকে মার্কেট খোলার অনুমতি দেয় প্রশাসন। মার্কেট খোলার সঙ্গে সঙ্গে গোটা উত্তরবঙ্গে পণ্য পরিবহণ শুরু হয়ে যায়। লম্বা লাইন পড়ে যায় ট্রাকের।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584