করোনা নিয়ে সচেতনতা বাড়াতে শিলিগুড়িতে টাস্ক ফোর্স-এর বৈঠক

0
41

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

করোনা নিয়ে সচেতনতা বাড়াতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় বিধাননগর ব্লকে বৈঠক করল টাস্ক ফোর্স।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার,ব্লক স্বাস্থ্য আধিকারিক অরুনভ দাস, বিধাননগর থানার ভারপ্রাপ্ত ওসি মানস দাস, সমস্ত চা ফ্যাক্টরির ম্যানেজার,বাগান মালিকরা।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এই বৈঠকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হয়, অযথা করোনাকে নিয়ে আতঙ্ক ছড়াবেন না। যদিও কোথাও কোন করোনার উপসর্গ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনের দ্বারস্থ হন।

বৈঠক শেষে ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার জানান, ‘দু মাস লকডাউন থাকার পর সব কিছু ধীরে ধীরে খুলছে। সেই কারণে কিছু কিছু করোনা পজিটিভ ধরা পড়ছে।

এর ফলে এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এমনকি হোম কোয়ারান্টাইনে কথা বলা হলেও কোনো রকম নির্দেশ মানা হচ্ছে না। তাই যাতে সকলে সরকারের নিয়ম বিধি মেনে চলে সেই কারণে বৈঠক করা হল।

আরও পড়ুনঃ রাস্তায় যত্রতত্র ব্যবহৃত মাস্ক ফেলা রুখতে কড়া আইন আনতে চলেছে পুরসভা

পাশাপাশি তিনি আরও বলেন,’যে পাঁচটি রাজ্যের কথা বলা হয়েছে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য, সেই পাঁচটি রাজ্য থেকে আসা মানুষদের কীভাবে থাকতে হবে, কী কী নির্দেশিকা রয়েছে, তাদের কীভাবে রিলিজ করতে হবে সমস্ত কিছু বলা হয়েছে।

দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছয়টি স্কুলকে নির্বাচিত করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে। বিশেষ করে চা বাগান এলাকাগুলিতে বেশি করে আতঙ্ক ছড়াচ্ছে। সেই কারণেই আজ চা বাগান মালিক ও ম্যানেজারদের সঙ্গেও কথা বলা হয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here