শিলিগুড়ি থেকে বহরমপুর অতিক্রম করে ডিএসও-র অঙ্গীকার যাত্রা কলকাতার পথে

0
154

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ

siliguri to berhampur dso protest rally | newsfront.co
নিজস্ব চিত্র

আজ থেকে ২০০ বছর আগে জন্মগ্রহণ করে যে মানুষটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা চিন্তা ও নারী মর্যাদার জন্য লড়াই করে গেছেন সেই বিদ্যাসাগরের অপুরিত স্বপ্নকে পাথেয় করে এবং বিভেদ সৃষ্টিকারী এনআরসি-সিএএ বাতিলের দাবিতে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও রাজ্য ব্যাপী অঙ্গীকার যাত্রার কর্মসূচি গ্রহণ করেছে।

siliguri to berhampur dso protest rally | newsfront.co
নিজস্ব চিত্র

১লা ফেব্রুয়ারি শিলিগুড়ি থেকে শুরু হয় এই যাত্রা একটির পর একটি জেলা অতিক্রম করে গতকাল বহরমপুর শহরে প্রবেশ করেছে আজ অঙ্গীকার যাত্রার পঞ্চম দিনে বহরমপুর শহর পরিক্রমা করে রওনা দেয় কৃষ্ণনগরের উদ্দেশ্যে।

siliguri to berhampur dso protest rally | newsfront.co
নিজস্ব চিত্র
siliguri to berhampur dso protest rally | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফরোয়ার্ড ব্লকের পাশাপাশি দিনহাটায় পঞ্চশহীদ দিবস স্মরণ তৃণমূলের

যাত্রাপথের শহরে মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন তারা।অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণকারীদের রাস্তার ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় সাধারন জনতা- বুদ্ধিজীবী থেকে শুরু করে স্কুলে স্কুলে ছাত্রদের নিয়ে গড়ে ওঠা সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সংগ্রাম কমিটি ছাত্র-ছাত্রীরা।

siliguri to berhampur dso protest rally | newsfront.co
নিজস্ব চিত্র
siliguri to berhampur dso protest rally | newsfront.co
নিজস্ব চিত্র

নেতৃবৃন্দদের মধ্যে থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সহ-সভাপতি অশোক মাইতি জানান ”বিভাজন সৃষ্টিকারী এনআরসি-সিএএকে প্রতিহত করতে ও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষার অধিকার হরণের এবং নারী অবমাননার বিরুদ্ধে আমরা ভারতবর্ষের নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবর্ষে ১ ফেব্রুয়ারি শিলিগুড়ি থেকে, ৪ ফেব্রুয়ারি বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ থেকে এবং ৫ ফেব্রুয়ারি কার্মাটার থেকে অঙ্গীকার যাত্রা শুরু করে ৭ ফেব্রুয়ারি কলকাতা কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির পাদদেশে পৌঁছাবে। সেখানে সমাপনী অনুষ্ঠান হবে।সেখানে বিদ্যাসাগরের জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করবেন এসইউসি আই(সি) দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here