নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনের জন্য উৎপাদিত রেশম বাজারজাত করতে না পারায় মাথায় হাত পড়েছে মালদহ জেলার চাঁচলের রেশম চাষিদের। তাদের অনেকের ঘরেই উৎপাদিত রেশম গুটি পড়ে রয়েছে। কিছু ক্ষেত্রে একাংশ চাষি ফড়েদের কাছে রেশম গুটি বিক্রি করলেও ভালো দাম পাচ্ছেন না।
ভালো দাম না পাওয়া, অন্যদিকে বাধ্য হয়ে অর্ধেক দামে গুটি বিক্রি করে দেওয়ায় রেশম শিল্পে বড় ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। মালদহে আমের পরেই রয়েছে রেশম শিল্প। তার মধ্যে চাঁচলে সবচেয়ে বেশি রেশম উৎপাদন হয়। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে বাজারে ভালো দাম না মেলায় চাষিরা সমস্যায় পড়েছেন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে উর্দ্ধগামী করোনায় আক্রান্তের সংখ্যা
চাষিরা জানান, “চড়া দামে ডিম কিনে তা থেকে গুটি তৈরি অনেক পরিশ্রম ও খরচ সাপেক্ষ। গুটি তৈরি হলেও বাজারজাত করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে বাড়িতেই গুটি ফেলে রাখতে হয়েছে। কিছু ফড়ে গ্রামে ঘুরে ঘুরে অর্ধেক দামে রেশম কিনছে। তাতে আমাদের কোনও লাভ থাকছে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584