নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির রজতজয়ন্তী বর্ষের শুভ সূচনা হবে আগামী ২৬ শে ডিসেম্বর। রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী পুরস্কার প্রাপক করিমুল হক, প্রাক্তন সংসদ সদস্য আলী আনোয়ার, বিশিষ্ট সাংবাদিক গঙ্গা প্রসাদ শর্মা সহ অনেকেই। আগামী ২৬ শে ডিসেম্বর থেকে ২৮ শে ডিসেম্বর পর্যন্ত জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠান চলবে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক আবুল হোসেন।
আরও পড়ুনঃ তৃণমূলের আমলে সব থেকে বেশী বঞ্চিত হয়েছেন আদিবাসীরা! কোচবিহারে ক্ষোভ প্রকাশ খগেনের
সোমবার বিকেলে জটেশ্বরে কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একটি সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। তিনি আরো বলেন,”প্রথম দিন অনুষ্ঠানের শুভ সূচনা হবে এবং দুই দিন ব্যাপী সাংগঠনিক আলোচনা ও সম্মেলন হবে।
তৃতীয় দিন সমাজ সেবা মূলক কাজ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মূল আলোচ্য বিষয় হিসেবে এনআরসি ও সিএএ – এর উপর আলোকপাত করা হবে এবং মন্ডল কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584