শ্যামল রায়, নবদ্বীপ:-আজ নবদ্বীপের ভারতী চতুষ্পাঠী সংস্কৃতি মহাবিদ্যালয় এর পঁচিশ বর্ষ উদযাপন করা হল পন্ডিত রাজেন্দ্র চন্দ্র তর্ক তীর্থ সভাগৃহে। রজত জয়ন্তী বর্ষের উদ্বোধন করেন দ্বিজেন্দ্রলাল রায় মহাবিদ্যালয় এর অধ্যক্ষ শেখ সাহানাজ আলী।সভাপতিত্ব করেন শুধেন্দু পাল। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বুদ্ধদেব বন্দোপাধ্যায়, গৌরী প্রিয়া দাস, কুমার নাথ ভট্টাচার্য, রঞ্জিত দত্ত, রাজেন্দ্রপ্রসাদ তীর্থ প্রমুখ।
কলেজের অধ্যক্ষ বুদ্ধদেব বন্দোপাধ্যায় আক্ষেপ করে বলেন, ” সংস্কৃতির গরিমা মণ্ডিত নবদ্বীপের কদর এখন অনেকটাই নেই। এক সময়ে অক্সফোর্ড বলা হতো নবদ্বীপ কে। আগে পণ্ডিত ব্যক্তিদের পাশে নবদ্বীপ কথাটা লেখা থাকত এখন এসব অতীত হয়ে গেছে। এখনো দেখা যায় নবদ্বীপের ঘরে ঘরে পণ্ডিতের নামের পাশে শাস্ত্রী, তর্ক, তীর্থ বহু সম্মানে সম্মানিত পদ লেখা থাকে। আজ বলতে দ্বিধা নেই এসবের গুরুত্ব কতটাই বা আমরা বুঝি বা এই প্রজন্মের ছাত্রছাত্রীরা বুঝি?”
ভারতী চতুষ্পাঠী সংস্কৃতি মহাবিদ্যালয় সম্পর্কে জানা গিয়েছে যে বর্তমানে ৬৬২ জন ছাত্র ছাত্রী।
কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে পরিচালিত রাষ্ট্র ও সংস্কৃতি সংস্থা নামক প্রতিষ্ঠানের অধীনে মহাবিদ্যালয় এবার রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে জানালেন অধ্যক্ষ বুদ্ধদেব বন্দোপাধ্যায়।
আরও জানা গিয়েছে যে এই প্রতিষ্ঠানের প্রাক্তনী তালিকায় বহু ছাত্রছাত্রী গবেষকরাও আছেন। অত্যন্ত গৌরবের বিষয় যে ৬৬২ জন ছাত্রছাত্রীর মধ্যে ৩২৩ জন সংরক্ষিত শ্রেণীভুক্ত, ৪০ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584