নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বাংলা সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন। জীবনাবসান হল জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী পূর্বা দাম-এর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পূর্বা দাম। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সংস্কৃতি বিভাগ।
৮০’ এর দশকে অন্যতম প্রধান রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন পূর্বা দাম। বারো বছর বয়স থেকে সুচিত্রা মিত্রের কাছে সঙ্গীত শিক্ষা শুরু হয় শিল্পীর। এরপর তাঁর শিক্ষাকে পাথেয় করেই পরবর্তী সময়ে ভারতীয় সঙ্গীতের দুনিয়ায় রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসাবে নাম করেছিলেন পূর্বা দাম। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাঁকে ‘সঙ্গীত সম্মান’ প্রদান করা হয়েছিল।
‘আমি ফিরব না রে, ফিরব না আর’, ‘তোমার তরী বাওয়া’, ‘ওরে মাঝি’, ‘সীমার মাঝে অসীম তুমি’, ‘মধুর রূপে বিরাজো’, ‘হৃদয় আমার প্রকাশ হল’ সহ রবীন্দ্রসঙ্গীত নিয়ে একাধিক জনপ্রিয় অ্যালব্যাম রেকর্ড করেছেন পূর্বা দাম। আজ বিশিষ্ট সঙ্গীতশিল্পী পূর্বা দামের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ অমৃতধামে সীতা জননী
শোকবার্তায় তিনি জানান, ‘পূর্বা দামের আত্মার শান্তি কামনা করি। রবীন্দ্রসঙ্গীত জগতে এক শূন্যতার সৃষ্টি হল। বাংলা সঙ্গীত জগতে এ এক অপূরণীয় ক্ষতি। আমি পূর্বা দামের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584