দেড় মাস ধরে ছেলের সাথে যোগাযোগ নেই, দুশ্চিন্তায় সিং পরিবার

0
28

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

ফাটা মাটির দেয়াল উপরে বেড়িয়ে পড়েছে টালি। তার মধ্যেই কোনক্রমে রাত কাটাচ্ছেন বৃদ্ধ মা , দাদা, বউদি ও দিদিসহ পরিবারের অন্যান্য সদস্যরা । এহেন পরিস্থিতিতে যে কোন মুহূর্তে বাড়ি ভেঙে পড়ার আশংকায় ভুগছে পরিবার।

Hut | newsfront.co
নিজস্ব চিত্র

আর তাই সংসারের হাল ধরতে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ভিন রাজ্যে কাজে গিয়েছিল যুবক। আর তারই মধ্যেই করোনা আতংকে দেশ জুড়ে জারি হওয়া লকডাউনে, ভিন রাজ্য আটকে থাকা যুবক ফিরতে পারছে না বাড়িতে । তার ওপর দেড় মাস ধরে কোন যোগাযোগ না থাকায়, গভীর উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে যুবকের পরিবার ।

young man | newsfront.co
ফাইল চিত্র

আরও পড়ুনঃ ২০’র নববর্ষ মনে করিয়ে দিচ্ছে দশ বছরের পুরনো পয়লা বৈশাখকে

জানা যায়, বড়জোড়া ব্লকের পুড়োকোন্দা এলাকার বাসিন্দা উমেশ সিং গত ফেব্রুয়ারি মাসে ঝাড়খণ্ড রাজ্যের নাগপুর জেলার ইচ্ছাপুরে কাজে গিয়েছিলেন। সেখানেই তিনি দীর্ঘ কয়েক মাস ধরে কাজ করছিলেন । কিন্তু হঠাৎই এই নোভেল করোনার মোকাবেলায় কেন্দ্র সরকার দেশ জুড়ে জারি করে লকডাউন।

Basanti Singh | newsfront.co
বাসন্তী সিং, দিদি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লকডাউনে গবাদি পশু না মেলায় পাওয়ার টিলার দিয়েই মই কৃষকের

ফলে উমেশ সিং নামে ওই যুবক আর নিজের বাড়িতে ফিরতে পারেনি । এরই মধ্যে মাস দেড়েক ধরে কোন রকম যোগাযোগ হচ্ছে না পরিবারের সঙ্গে, আর এখানেই উদ্বেগ বাড়ছে পরিবারের সদস্যদের । ছেলের চিন্তায় রাতের ঘুম ছোটার পাশাপাশি কিভাবে ঘরের ছেলে সুস্থ ভাবে ঘরে ফেরে এখন সে দিকেই তাকিয়ে গোটা পরিবার।

যদিও এ বিষয়ে, উমেশ সিং এর দাদা মেঘনাথ সিং ও দিদি বাসন্তী সিং জানান, দেড় মাস ধরে ওর সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে পারছি না। সে কারণে খুবই দুশ্চিন্তায় রয়েছি আমরা । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ, এ ব্যাপারে একটু সহযোগিতা করলে খুবই ভালো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here