মন্তেশ্বরের বাঁকা নদীতে নৌকাডুবি

0
81

শ্যামল রায়,কালনাঃ

মঙ্গলবার সকালে মন্তেশ্বর মেমারির মাঝ বরাবর বাঁকা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি নৌকায় থাকা কুড়ি জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে কিন্তু দশটি সাইকেল নদীতে তলিয়ে গেছে।যদিও কোন যাত্রীর সলিল সমাধির খবর নেই তবুও খোঁজ চলছে যদি কেউ ডুবে গিয়ে থাকেন।নৌকার মাঝিদের দাবি,নৌকাতে যে সংখ্যক যাত্রী উঠেছিল সকলকেই উদ্ধার করা গেছে। বর্ষা শুরুর মুখেই বাঁকা নদী জলে পরিপূর্ণ। এদিন মেমারি থেকে মাঠের শ্রমিকরা ধান রোপন করতে মন্তেশ্বর আসছিল। মাঠে কাজ করতে আসার পথেই সাতসকালেই নৌকা ডুবির ঘটনা ঘটে মন্তেশ্বর মেমারি মাঝ বরাবর এই নদীতে। এই ঘটনা ঘটার পরে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ওই নৌকার মধ্যে স্থানীয় কোন শ্রমিক বা যাত্রীসাধারণ ছিলেন কিনা খোঁজাখুঁজি শুরু হয়। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হয়ে বিষয়টি তদারকি করতে শুরু করে।

উদ্ধার হওয়া যাত্রীরা।নিজস্ব চিত্র

এই নৌকা ডুবির ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের দাবি আমাদের দীর্ঘদিন ধরে বাঁকা নদীর উপর স্থায়ী সেতুর দাবি করে আসছি কিন্তু সরকারের তরফ থেকে কোনো প্রকার সদুত্তর মেলেনি আজও। স্থানীয় রাজকুমার মন্ডল,সঞ্জয় মন্ডল প্রমুখ অভিযোগ যে বাম আমলেও আমাদের দাবি ছিল বাঁকা নদীর উপর সেতু তৈরি হোক সরকার পরিবর্তনের পরেও সেই দাবি রয়েছে কিন্তু কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

নৌকা ডুবির ঘটনার পরে স্থানীয় যুবক রাজকুমার মন্ডল জানান যে,নৌকাটি যেভাবে উলটে গিয়েছে তাতে মনে হচ্ছে কোন যাত্রীর সলিলসমাধি ঘটলেও ঘটতে পারে। আমরা যতটা সম্ভব যাত্রীদের উদ্ধার করেছি।এখন পর্যন্ত বোঝা যাচ্ছেনা কোন যাত্রীর সলিলসমাধির ঘটেছে কিনা।
স্থানীয়দের দাবি যে মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চলের মরাই পিরিগ্রাম অন্যদিকে মেমারি ২ নম্বর ব্লকের বোহারা গ্রাম পঞ্চায়েতের রুকাশপুর গ্রাম। এই দুই গ্রাম পঞ্চায়েতের মাঝ বরাবর বাঁকা নদীটি প্রবাহমান। মঙ্গলবার বাঁকা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকার মাঝি অপূর্ব বাগ জানিয়েছেন যে নৌকাতে বেশি সংখ্যক যাত্রী ছিলেন না।যে সংখ্যক যাত্রী উদ্ধার হয়েছে ওই সংখ্যা ছিল বলে তাদের দাবি। তিনি জানান যে আমরা নৌকাতে পনেরো থেকে কুড়ি জন যাত্রী তুলে থাকি।নদীতে জল বৃদ্ধি পাওয়ায় প্রচন্ড স্রোতে নৌকাটি উল্টে যায়। সাবধানতা থাকা সত্ত্বেও আমরা সামলাতে পারিনি।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি বাঁকা নদীতে পাকা সেতু তৈরি হোক। আরো দাবি যে এই বাঁকা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে তার থেকে ত্রিশ কিলোমিটার দূরে পাকা সেতু রয়েছে। একদিকে বাগাডাঙ্গা ব্রিজ অন্যদিকে নাদন ঘাট ব্রিজ আর মেমারি মালডাঙ্গা রোডে ঝিকরা ব্রিজ। তাই রুকাশপুর ও জামনার মাঝে বাঁকা নদীতে পাকা সেতুর প্রয়োজন বলে দাবি উঠেছে।
তবে প্রশাসনিক স্তরে এ প্রসঙ্গে কোনো মতামত পাওয়া যায়নি। স্থানীয় বিধায়ক সৈকত পাঁজা জানিয়েছেন যে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here