সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী সহায়তা কেন্দ্র করলো ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইও।
এদিন দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের পক্ষ থেকে পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থী সহায়তা কেন্দ্র করা হয়। পেন, স্কেল, জলের বোতল, মাস্ক, স্যানিট্যাইজার, ফাস্ট এইড বক্স, চেয়ার প্রভৃতি জিনিস হেল্প সেন্টারে রাখা হয়। জরুরী মোটরসাইকেলেরও ব্যবস্থা রাখা হয়। দুজন পরীক্ষার্থী ভুল করে লালগোলা রহমাতুল্লাহ হাই মাদ্রাসায় চলে যাওয়ায় তাদের সঠিক সেন্টার আইসিআর হাই মাদ্রাসায় পৌঁছে দেন লালগোলার কর্মীরা।
দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি তৌসিফ আহমেদ বলেন, “প্রতি বছর এসআইওর পক্ষ থেকে এই পরীক্ষার্থী সহায়তা কেন্দ্র করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। জেলার লালগোলা, রাণীনগর ১, জলঙ্গী ব্লকের উদ্যোগে সহায়তা কেন্দ্র করা হয়।” অভিভাবকগন এই উদ্যোগকে অভিনন্দন জানান।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বিএসএফ ক্যাম্পে নিজেদের মধ্যে গুলি বর্ষণে নিহত ২ জওয়ান
এদিন বিভিন্ন সহায়তা কেন্দ্র উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা সম্পাদক সাইদ মামুন, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিভাগীয় সম্পাদক আবু রাইহান, রাসেল কাইজার, মুক্তাদির হোসেন, জহুরুল হাসান, মেপতাউল সরকার প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584