সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের লালগোলা ব্লকের দ্বীনি মাদ্রাসার ছাত্রদের নিয়ে কৃতি ছাত্র সংবর্ধনা ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করে ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইও দক্ষিণ মুর্শিদাবাদ জেলা শাখা। এদিন লালগোলার আল মাহাদুস সালাফি মাদ্রাসায় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিভিন্ন মাদ্রাসার হেড মুদাররিস ও শিক্ষকগন স্বতস্ফূর্তভাবে ছাত্রদের নিয়ে উপস্থিত হয়। এদিন অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় ১৫০ জন ছাত্র অংশগ্রহণ করে।
ক্বেরাত, তাৎক্ষণিক বক্তব্য, ক্যুইজ প্রভৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি মাদ্রাসার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরষ্কার দেওয়া হয়। দ্বীনি মাদ্রাসার ছাত্রদের নিয়ে এসআইও এহেন উদ্দোগে ছাত্র থেকে শিক্ষক সকলেই খুশি। প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাজ্য দ্বীনি মাদ্রাসা সম্পাদক হাফিজ মওলানা আহমাদ আলি। তিনি মাদ্রাসার ছাত্রদের সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। এছাড়াও সমাজে নানারকম অনৈতিকতা, অস্থিরতা, সুদ, ঘুস, জুয়া লটারি, মদ, বে-ইনসাফি, পণ প্রথার মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আলেম সমাজকে ইমামের দায়িত্ব পালনের আহবান জানান।
আরও পড়ুনঃ রং-তুলিতে ক্যানভাস ভরাতে চান সারফিয়া হাই মাদ্রাসা থেকে দ্বিতীয় হওয়া আনিসা খাতুন
মাদ্রাসা ছাত্রদের ক্যারিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে নির্দেশনা দেন বাবুপুর রিয়াজুল উলুম মাদ্রাসার শিক্ষক মো মাসুদ সেখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি কুতুবউদ্দিন আব্দুল্লাহ, লালগোলা আল মাহাদুস সালাফির হেড মুদাররিস হাবিবুর রহমান হাক্কানী সাহেব, এসআইওর রাজ্য পরামর্শ পরিষদের সদস্য অসিকুল ইসলাম, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি তৌসিফ আহমেদ, জেলা সাধারণ সম্পাদক মতিরুল রহমান, জেলা দ্বীনি মাদ্রাসা সম্পাদক রাসেল কাইজার, জনসংযোগ সম্পাদক ইমরান সেখ, শিক্ষাঙ্গন সম্পাদক আবু রাইহান, সাংস্কৃতিক সম্পাদক ফাহিম নাকিব, লালগোলা ব্লক সভাপতি মুক্তাদির হোসেন, ব্লক সম্পাদক আকরাম হোসেন, জামাআতের লালগোলা ব্লক সভাপতি মোঃ আব্দুল হাকিম সাহেব প্রমুখ। শিক্ষক ও অভিভাবকগন এসআইওর এহেন উদ্যোগকে অভিনন্দন জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584