পদত্যাগের ইচ্ছা প্রকাশ সিরাজের

0
175

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

সামনেই একুশের নির্বাচন। তার আগে একদল থেকে অন্য দলে যোগদানের পর্ব ইতিমধ্যে জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, হলদিয়া-সহ গোটা জেলা থেকে প্রায় হাজারেরও বেশি কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছেন।

siraj khan | newsfront.co
সিরাজ খাঁন

এরই মধ্যে এবার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন। তিনি তার এক সাক্ষাৎকারে নিজের পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বর্তমানে খাদ্য কর্মাধ্যক্ষ থাকা অবস্থায় স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এছাড়াও বিভিন্ন সমস্যার দিক জেলা পরিষদের মিটিংয়ে তিনি আলোচনা করলেও তা সুরাহা হচ্ছে না। তাই আগামী দিনে পদত্যাগের ইচ্ছা প্রকাশ খাদ্য কর্মাধ্যক্ষের।

আরও পড়ুনঃ মিম আর তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতি করে! মেদিনীপুরে বললেন দিলীপ ঘোষ

সিরাজ খানকে জেলাজুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে মাঠে নেমে রেশন ব্যবস্থা পরিচালনা করতে। কোথাও কোনো অভিযোগ থাকলে সেখানে তৎক্ষণাৎ গিয়ে ব্যবস্থা নিতেও দেখা গেছে কর্মাধ্যক্ষকে। সাম্প্রতিক বেশ কয়েকদিন ধরে নিম্নমানের ছোলা দেওয়ার অভিযোগ উঠেছিল।

আরও পড়ুনঃ মিহিরের বাড়িতে রবি, প্রত্যাবর্তন ঘিরে জল্পনা

এনিয়ে পর্যাপ্ত অভিযোগ খতিয়ে দেখার পর পাঁশকুড়ার একটি কিষাণ মান্ডির ছোলা গোডাউন বাজেয়াপ্ত করেন খাদ্য কর্মাধ্যক্ষ। এইসব নিয়ে জেলা পরিষদের বৈঠকে তিনি সমগ্র বিষয়ে জানালেও কোনরকম ব্যবস্থা নিতে দেখা যায়নি কাউকে।

তাই তার পক্ষে এভাবে কাজ করা সম্ভব নয় বলে তিনি নিজেই জানিয়েছেন। তবে ইতিমধ্যে দলবদল করবেন কিনা সে ব্যাপারে জল্পনা জিইয়ে রাখলেন তিনি। আগামী দিনের সময়ই কথা বলবে বলে তিনি দলবদলের জল্পনা জিইয়ে রাখলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here