নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এলাকায় সর্বপ্রথম এক উন্নত ও উৎকৃষ্ট মানের বিস্কুট ফ্যাক্টরির (এস.আর.এস কুকিজ এন্ড ক্র্যাকার্স) নতুন ভাবে পথ চলা শুরু হল।শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের মির্জাপুরে ওই বেসরকারি কোম্পানির কুকিজ’র উদ্বোধন করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী।
তিনি বলেন,”খুব ভালো দিনে ওই বিস্কুট ফ্যাক্টরির উদ্বোধন করা হল। এ দিন কলকাতায় রাজভবনে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক হচ্ছে।
পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে গভীর সমুদ্র বন্দর হওয়া নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। বন্দর হলে উপকূলবর্তী এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে। রাজ্য সরকার বেসরকারি কোম্পানি গুলোকে সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে।”
এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, এগরার এসডিপিও আকতার আলি, এগরার ওসি রবি গ্রাহিকার, রামনগরের ওসি স্বপন কুমার গোস্বামী, এগরা-১ ব্লকের বিডিও বংশীধর ওঝা, ব্লকের কর্মাধ্যক্ষ আপতার খান, জুমকি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান উদয়শংকর সর, আরবিসি গ্রাম পঞ্চায়েত প্রধান রেণুকা দাস মহাপাত্র, উপ-প্রধান যোগেন্দ্রনাথ মাইতি, সমাজ সেবী বিজন বিহারী সাউ-সহ বিশিষ্ট জনেরা।
সংস্থার কর্ণধার আবাসুর রহমান জানান, আশি কোটি টাকা ব্যয়ে কুকিজ কোম্পানি করা হয়েছে। এখানে প্রায় কুড়ি জনের কর্মসংস্থান হল। প্রতি মাসে সর্বোচ্চ দু’কোটি টাকা টার্ণওভার হবে। এলাকা বাসীর অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584