মমতার প্রতিক্রিয়ায় অবাক ইয়েচুরি, বিষ্ময় টুইট সিপিএমের সাধারণ সম্পাদকের

0
67

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

১৩ জানুয়ারি সোনিয়া গান্ধির ডাকা বিরোধীদের বৈঠকে যোগ দিতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরাজি হওয়ায় বেশ অবাক হয়েছেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

sitaram shock about mamata banerjee meeting rejection | newsfront.co
চিত্র সৌজন্যঃ পত্রিকা ডট কম

৯ জানুয়ারি তিনি টুইট করে বলেন, “এটা খুবই অদ্ভুত ব্যাপার যে সিএএ-এনআরসি-এনপিআরের বিরুদ্ধে বাম ও কংগ্রেসের আনা প্রস্তাবনা পশ্চিমবঙ্গ সরকার খারিজ করে দিয়েছে।”

এদিকে পাওয়ার পেছনে হয়তো কাজ করছে ৮ জানুয়ারি ট্রেড ইউনিয়নের ডাকা বাম-কংগ্রেস মিলিত বনধে পশ্চিমবাংলার জায়গায় জায়গায় পুলিশের উপর বনধ সমর্থকদের অত্যাচার হয়েছে। এই ঘটনার জেরেই কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘না’ প্রকাশ পেয়েছে বলে অনেকেই মনে করছেন।

আরও পড়ুনঃ ১৪৪ ধারার অপব্যবহার, কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের

অন্যদিকে ইয়েচুরি বলেন, বর্তমান দেশের যা পরিস্থিতি তাতে দেশের বিদ্বেষমূলক অবস্থা কাটিয়ে গণতন্ত্র রক্ষা করতে গেলে একসাথে কাজ করাটা খুব প্রয়োজন। সেই কারণে তিনি জানান, “আরএসএস-বিজেপির বিদ্বেষমূলক আক্রমণ থেকে দেশের গণতন্ত্রকে রক্ষা করা সকল দেশপ্রেমীর গুরুদায়িত্ব। আমাদের সংবিধান রক্ষার্থে আঞ্চলিক স্তরে কোনও মতপার্থক্য বা প্রতিদ্বন্দ্বিতা থাকা ঠিক নয়। কেরালায় আমরা সেই প্রচেষ্টা দেখিয়েছি। ”

কিন্তু এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো জানান, গত বছরের সেপ্টেম্বরে এনআরসি-র বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ হয়ে গেছে, তাই আবার নতুন করে প্রস্তাব দেওয়ার দরকার নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here