বহরমপুরে কংগ্রেস নেতাকে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

0
429

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Sitting procession for protests against arrested Congress leader
নিজস্ব চিত্র

গত ২৫ শে ফেব্রুয়ারী বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া তৃনমূল যুব অঞ্চল সভাপতি নাজিমুল শেখের মৃত্যুর ঘটনায় কংগ্রেস নেতা প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার এবং কংগ্রেস কর্মী হিরু হালদারের নামে মিথ্যা মামলার অভিযোগ দায়ের হওয়ার প্রতিবাদে বহরমপুর টাউন ও যুব কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়।

Sitting procession for protests against arrested Congress leader
কংগ্রেস নেতা কর্মীদের প্রতিবাদ মিছিল। নিজস্ব চিত্র

এদিন দুপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে কংগ্রেস নেতা কর্মীরা মিছিল করে আসে বহরমপুর থানায়,সেখানে কিছুক্ষন অবস্থান বিক্ষোভ চলার পর তারা ডেপুটেশন জমা দেন।

Sitting procession for protests against arrested Congress leader
থানার সামনে অবস্থান বিক্ষোভ। নিজস্ব চিত্র

জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস জানান যে, রাজ্যের পাশাপাশি জেলায় তৃনমূল নেতা কর্মীরা খুন হলেই কংগ্রেসের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।এর আগেও এক তৃনমূল কর্মী খুনের অভিযোগে শিলাদিত্য হালদার ও হিরু হালদারকে ফাঁসানো হয়েছিল।১৮মাস পরে তারা বেকসুর খালাস হয়।

আরও পড়ুনঃ প্রাপ্য চাকরির দাবীতে দীর্ঘ অবস্থান বিক্ষোভে অসুস্থ আন্দোলনরতরা

Sitting procession for protests against arrested Congress leader
নিজস্ব চিত্র

আবারও তাদের নামে অভিযোগের প্রতিবাদে আজ থেকে আগামী ৭ই মার্চ পর্যন্ত জেলার সমস্ত থানায় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হবে বলে জানান তিনি। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন বহরমপুর বিধায়ক মনোজ চক্রবর্তী,কংগ্রেস জেলা সভাপতি আবু হেনা তথা লালগোলার বিধায়ক সহ জেলার অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here