রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
বহরমপুর পুরসভায় বিজেপির পক্ষ থেকে আজ অবস্থান বিক্ষোভ ও গন ডেপুটেশন কর্মসূচি করা হয়। জেলার বিজেপি নেত্রী সহ কর্মীরা অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন যোগ দেয়। বহরমপুর পুরসভার দুর্নীতি, কাটমানির বিরুদ্ধে প্রতিবাদে এবং সেইসঙ্গে অবিলম্বে পুরসভার ভোট করার দাবি পত্র বহরমপুর পুরসভা ভারপ্রাপ্ত প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
ডেপুটেশন চলাকালীন পুরসভার শববাহী গাড়ি বেরোতে গেলে সেটিকে আটকে দেওয়া হয়।
ডেপুটেশন চলাকালীন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ২১ জুলাইয় উপলক্ষে একটি মিছিল বের হয়।সেই মিছিল পুরসভার সামনে দিয়ে যাওয়া কালীন দুই পক্ষের মধ্যে মন্তব্য ছোঁড়াকে কেন্দ্র করে হাতাহাতির পর্যায়ে চলে যায়।
পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বহরমপুর থানার পুলিশ। এর মধ্যে একপ্রকার হাতাহাতি থেকে পরিস্থিতি চরমে যায়।অশান্ত পরিবেশ সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ শুভেন্দুর জনসংযোগের পাল্টা ভারতীর মিছিল কেশপুরে
কিছুক্ষণের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে মিছিল বের হয়েছিল তারা আবার মিছিল করে এগিয়ে যায়।বিজেপির পক্ষ থেকে যে ডেপুটেশনে ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল তা অব্যাহত থাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584