নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দিন কয়েক আগে অস্থায়ী কর্মী ছাঁটাই হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের বিভিন্ন দপ্তর থেকে।চাকরিতে পুনর্নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন প্রায় ১৭০ জন অস্থায়ী কর্মচারী।তিনদিন ধরে চলা এই অবস্থান বিক্ষোভে বিধায়ক এবং ব্লক মুখ্যস্বাস্থ্য অধিকর্তার প্রতিশ্রুতিতে তুলে নেন অস্থায়ী কর্মীরা।শুক্রবার সকাল থেকে দাঁতন হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ এর সিদ্ধান্ত নেয় অস্থায়ী কর্মচারী সংগঠনের।প্রসঙ্গত, দাঁতন হাসপাতাল থেকে ১০ জন এবং দাঁতন ১ ব্লকের বিভিন্ন দপ্তর থেকে একজন সহ বিভিন্ন দপ্তর থেকে অস্থায়ী কর্মীদের তুলে ছাঁটাই করা হয়।অস্থায়ী কর্মচারীদের সংগঠনের সম্পাদক চন্দন পন্ডা জানিয়েছেন,”দাঁতন ১ ব্লক এর বিভিন্ন দপ্তর থেকে অস্থায়ী কর্মচারীদের তুলে নেওয়া হয়।যার জন্য চাকরি হারা হয়ে নাথন হাসপাতালের সামনে তিন দিন ধরে অবস্থান ও বিক্ষোভের শামিল হয় সমস্ত অস্থায়ী কর্মচারীরা।যাদের মধ্যে প্রায় ৬৩ জন মহিলা কর্মচারী রয়েছেন।
আরও পড়ুনঃ ইসলামপুরে টেট উত্তীর্ণ চাকুরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ
আজকে বিধায়ক এবং দাঁতন ব্লক মুখ্য স্বাস্থ্য অধিকর্তা প্রতিশ্রুতিক্রমে আমরা অবস্থান বিক্ষোভ তুলে নিই।যদি আমরা কাজে পুনর্বহাল থাকতে না পারি তবে পথ অবরোধ এবং অনশন বিক্ষোভ হবে অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584