মনিরুল হক,কোচবিহারঃ

বকেয়া পেনশনের দাবিতে আন্দোলনে নামলেন কোচবিহার পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা।আজ পুরসভা দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা।তাদের অভিযোগ,দুই মাসের পেনশন এখন পর্যন্ত দেওয়া হয়নি। তাদের বলা হয়েছিল এই মাসের ২১ তারিখ এর মধ্যে বকেয়া শোধ করে দেওয়া হবে কিন্তু এখনও বকেয়া পেনশন শোধ না করার এদিন তাঁরা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন।

বিজেশ্বর শুভ্র বলেন,‘পর পর তিন মাসের পেনশন বকেয়া রয়েছে।আজকে পৌরপতির সাথে আলোচনায় বসার কথা ছিল কিন্তু পৌরসভার চেয়ারম্যান অফিসে অনুপস্থিত রয়েছে।আমরা চাই কোচবিহার পৌরসভার উপর তদন্ত করা হোক এত গুলো টাকা কোথায় যাচ্ছে।’ তিনি আরও বলেন,২৫৪ জন অবসর প্রাপ্ত কর্মী রয়েছে এবং কন্টাক্ট চুয়াল স্টাফদের ও টাকা দিতে হবে না হলে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে।
আরও পড়ুনঃ অস্থায়ী কর্মী ছাঁটাই এর পর পুনর্নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ

পাশাপাশি তিনি আরও বলেন, গত মাসের ২১ তারিখে পুর কর্তৃপক্ষ কথা দিয়েছিলেন এই মাসের ২১ তারিখে পেনশনের টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু ২৫ তারিখ হয়ে গেলেও এখনও বকেয়া টাকা প্রদান করা হয়নি।দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে তিনি জানান।এই বিষয় নিয়ে পৌর কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584