মনিরুল হক,কোচবিহারঃ
দলনেত্রীর পাশে থাকতে এবার কোচবিহারের দিনহাটায় ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা।আজ বিকেল থেকে দিনহাটা শহরের হলের মাঠে মঞ্চ বেঁধে ধর্না শুরু হয়। এদিন সেখানে অবস্থান বিক্ষোভ চলাকালীন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দিনহাটা ১ নং ব্লক সভাপতি তথা কোচবিহার জেলা পরিষদের সদস্য নুরআলম হোসেন,দিনহাটা ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক,পুটিমারি ১ নং অঞ্চল সভাপতি সুভাষ বর্মণ, দিনহাটা ভিলেজ ১ অঞ্চল সভাপতি মহাদেব সাহা,পঞ্চায়েত সমিতির সদস্য মতিয়ার হোসেন সহ আরও অনেকে।
এদিন ওই ধর্নার নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল দিনহাটা ১ নম্বর ব্লক সভাপতি নূর আলম হোসেন।তিনি বলেন, “যতক্ষন দিদি ধর্নায় বসে থাকবেন। আমরাও ততক্ষণ ধর্না চালিয়ে যাবো।”
গতকাল কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশি চালাতে যায় সিবিআই। রাজ্য পুলিশ তাঁদের বাধা দিয়ে থানায় তুলে নিয়ে যায়।পরে রাজীব কুমারের বাড়িতে গিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে বৈঠকের পর তিনি কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসা মূলক রাজনীতি করার অভিযোগ তুলে মেট্রো চ্যানেলে ধর্নায় বসার কথা ঘোষণা করেন।এরপর সরাসরি সেখানে গিয়ে ধর্নায় বসে পড়েন মুখ্যমন্ত্রী।এদিন সকাল থেকে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রতিবাদ আন্দোলনে নামে।কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় মিছিল করা হয়। কোচবিহার শহরের সাগর দীঘির পাড়ে গান্ধী মূর্তির পাদদেশে সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১ নম্বর ব্লকের সভাপতি খোকন মিয়াঁ ও কার্যকারী সভাপতি আজিজুল হক।
আরও পড়ুনঃ দলনেত্রীর অনুসৃত পথে কোচবিহার তৃণমূল নেতৃত্ব
অন্যদিকে, দিনহাটাতে ধর্নার পাশাপাশি প্রতিবাদ মিছিলও করা হয়। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি তথা কাউন্সিলর অসীম নন্দী, দিনহাটা পৌরসভার উপ পৌর প্রধান শুভময় চক্রবর্ত্তী,তৃণমুল যুব কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়, দিনহাটা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি বিশ্বনাথ দে আমিন, কাউন্সিলর গৌরীশংকর মাহেশ্বরী সহ দিনহাটা শহর ব্লক পর্যায়ের অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584