অবস্থান বিক্ষোভে গৃহশিক্ষকরা, অভিভাবকদের প্ররোচনার অভিযোগ কোচবিহারে

0
72

মনিরুল হক, কোচবিহারঃ

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করতে দেওয়ার দাবিতে অভিভাবকদের আন্দোলনের পেছেনে কতিপয় শিক্ষকের প্ররোচনা রয়েছে বলে অভিযোগ তুলল পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির কোচবিহার জেলা সভাপতি অমিতাভ কর এমন অভিযোগ করেন। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করানো বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিন অবস্থান বিক্ষোভে বসেন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির কোচবিহার জেলা শাখার সদস্যরা। কোচবিহারের ডিআই অফিসের কাছে রাস্তার পাশে এই অবস্থান বিক্ষোভে বসেন গৃহ শিক্ষকরা।

নিজস্ব চিত্র

তারা জানিয়েছেন, এর পরেও যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করানো বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে তারা ইচ্ছা মৃত্যুর দাবি জানাবে। সেই ক্ষেত্রে তাদের ইচ্ছা মৃত্যুর অনুমতি দেওয়া না হলে, তারা আমরণ অনশনে বসবেন।
পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির কোচবিহার জেলা সভাপতি অমিতাভ কর বলেন, “অভিভাবকরা দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। এক পক্ষ শিক্ষাটাকে কিনতে চান। আরেক পক্ষ অভিভাবক আছে। যারা নিম্ন বৃত্ত বা মধ্যবৃত্ত। তারা চান, স্কুলের পরিকাঠামো থাকা সত্ত্বেও তারা কেন গৃহ শিক্ষকতা করবেন। শিক্ষকরা শিক্ষাঙ্গনে শিক্ষাটা দান করুক।”
তার আরও দাবি, অভিভাবক মঞ্চের নামে কিছু অভিভাবক অনৈতিক ও আইন বিরুদ্ধ আন্দোলন করছেন। সেই অভিভাবক মঞ্চের কোন সরকারি স্বীকৃতি নেই। তাদের গ্রেপ্তার করা হোক। কিছু শিক্ষক অভিভাবকদের এই সব করতে প্ররোচনা দিচ্ছে। তাদের কাছে তার উপযুক্ত তথ্য আছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here