মনিরুল হক, কোচবিহারঃ পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের অবস্থান বিক্ষোভ কোচবিহারে। এদিন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। কোচবিহার শহরের সুনীতি রোডের পাশে ব্রাহ্ম মন্দিরের সামনে এদিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল যুব নেতা কর্মীরা।
এদিন বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তালেব আজাদ, দিনহাটা ১ নং ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার নারায়ণ শর্মা, কোচবিহারের ছাত্র নেতা অভিজিৎ দে ভৌমিক, ছাত্র নেতা রাহুল রায় ও আরও অনেক ছাত্র যুব নেতা কর্মী। তৃণমূল যুব কর্মীদের অভিযোগ, পেট্রোল ডিজেলের লাগামহীন মূল্য বৃদ্ধি করছে কেন্দ্র সরকার। রান্নার গ্যাসের ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।
কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, “জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কেন্দ্রের জন বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন সারা ভারতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। প্রতিনিয়ত পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে। রান্নার গ্যাসের ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং কেন্দ্রের জন বিরোধী নীতির প্রতিবাদে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতি মধ্যে রাস্তায় নেমে সারা বাংলায় আন্দোলন সংগঠিত করতে উদ্যোগী হয়েছেন।
তারই নির্দেশে আজ রাজ্যের সমস্ত জেলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করছে তৃণমূল যুব কর্মীরা। কোচবিহারেও আমরা অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে প্রতিবাদে সামিল হয়েছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584