পরিযায়ী শ্রমিকদের হয়ে পথে নামল সিটু

0
66

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

পরিযায়ী শ্রমিকদের কুপন দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের প্রত্যেককে মাসে ৩০ কিলোগ্রাম চাল ও দু কিলোগ্রাম ছোলা দেওয়ার কথাও বলেছে সরকার। কিন্তু ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের কুপন বিলি হতেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ-ভাঙচুর চলছে।

Protest rally | newsfront.co
নিজস্ব চিত্র

পরিযায়ী শ্রমিকদের সবাই কুপন পাচ্ছেননা বলে অভিযোগ উঠেছে। এবার তাদের পাশে দাঁড়িয়ে পথে নামল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। বৃহস্পতিবার একাধিক দাবি তুলে মালদহের চাঁচলে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিলও করে তারা।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরের বারোটি জায়গায় নতুন করে শুরু হচ্ছে লকডাউন

সিটুর দাবি, ভিন রাজ্য থেকে ফিরে আসা প্রত্যেক শ্রমিক যেন রেশন পান সেজন্য কুপন দিতে হবে। এছাড়া ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের ১০০ দিনের প্রকল্পের কাজের সুযোগ দিতে হবে। এমনই দাবি তুলে এদিন চাঁচল এলআইসি দফতরের সামনে সভা করা হয়।

আরও পড়ুনঃ রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

সভায় শ্রমিকদের পাশাপাশি হাজির ছিলেন সিটুর জেলা কার্যকরী সভাপতি মনওয়ারুল আলম, সম্পাদকমণ্ডলীর দুই সদস্য মেহবুব আলম চৌধুরী ও আরজাউল হক সহ অনেকেই। সভার পর মিছিল করে সহকারী শ্রম কমিশনারের হাতে ১৫ দফা দাবিতে সংগঠনের তরফে স্মারকলিপিও তুলে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here