বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়টি নতুন অ্যাম্বুল্যান্স উদ্বোধন

0
87

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

six ambulance opening in bankura hospital | newsfront.co
উদ্বোধন। নিজস্ব চিত্র

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি এবং এক বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য আজ ছয়টি নতুন অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করেন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস। এদিন অ্যাম্বুল্যান্স পরিষেবার সূচনা করার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস বলেন, এই মুহুর্তে হারা জেলায় ১২ টি অ্যাম্বুল্যান্স পাওয়া গেছে। তার মধ্যে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ৬ টি দেওয়া হলো।

six ambulance opening in bankura hospital | newsfront.co
ডাঃ উমাশঙ্কর এস। নিজস্ব চিত্র

১৫ টি অ্যাম্বুল্যান্স এখানে যেমন পরিষেবা দেবে তেমনি সারা জেলার বিভিন্ন প্রান্তে থাকছে ৩৭ টি অ্যাম্বুল্যান্স। মূলতঃ এই পরিষেবা গর্ভবতী মা ও এক বছর বয়স পর্যন্ত শিশুরা পাবেন। তবে দক্ষিণ বাঁকুড়া এলাকার এই মুহূর্তে চন্দ্রবোড়া সাপের ভীষণ উপদ্রব রয়েছে।

আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোতে ভিড় নিয়ন্ত্রনে গাইড ম্যাপের উদ্বোধন হলদিয়ায়

সেকারণেই স্থানীয় মানুষের দাবি মতো সাপে কামড়ানো, পথ দূর্ঘটনা সহ অন্যান্য জরুরী পরিষেবার ক্ষেত্রে ১০২ নম্বরে ফোন করেও এই অ্যাম্বুল্যান্স গুলির পরিষেবা পেতে পারেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলাশাসক আরও বলেন, সাধারণ মানুষকে এই হাসপাতালে কিভাবে আরও উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ব্যাঙ্ক, রেল স্টেশানের মত এই হাসপাতালেও ডিজিট্যাল ডিসপ্লে, টিকিট কাউন্টার, ওপিডি কাউন্টার করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here