পিয়ালী দাস, বীরভূমঃ
পঞ্চায়েত অফিসে বোমাবাজির অভিযোগে এলাকার দুই তৃণমূল নেতা আব্দুর রহমান ও উজ্জ্বল কাদেরী সহ ছয় জনকে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ। শনিবার সিউড়ি আদালতে আব্দুর রহমানকে পেশ করলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে আরেক তৃণমূল নেতা উজ্জ্বল কাদেরীকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যদিও বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, অস্ত্র মামলায় আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি অভিযানে তার কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি নাইন এমএম পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
আরও পড়ুনঃ শিক্ষক দিবসে রিকশাচালকদের ছাতা ও মাস্ক বিতরণ করল এক স্বেচ্ছাসেবী সংস্থা
স্থানীয় বাসিন্দাদের দাবি পঞ্চায়েতের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে এই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল। পঞ্চায়েত কার দখলে থাকবে তা নিয়ে হামেশাই এলাকায় বোমাবাজি চলে। গতকাল স্থানীয় কিছু মানুষ একটি রাস্তা সারাইয়ের দাবি নিয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাতে গিয়েছিল, সেই সময় অফিসের ভেতর থেকে পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ উঠে আসে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম শহরের অনুষ্ঠিত হল শিক্ষক দিবস
সেই সময় সেখান থেকে তারা চলে গিয়ে উজ্জ্বল কাদেরী গোষ্ঠীর লোকজনকে ডেকে নিয়ে আসে এবং পাল্টা পঞ্চায়েত অফিস লক্ষ্য করে বোমাবাজি করে হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তল্লাশি অভিযান চালিয়ে বাড়ি থেকে ওই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে৷ পুলিশের এই ভূমিকাতে অত্যন্ত খুশি এলাকাবাসী। তাদের দাবি এই দুই নেতা গ্রেফতার হওয়ার কারণে এলাকায় শান্তি ফিরবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584