পুলিশী অভিযানে অবৈধ দেহ ব্যবসায় ধৃত ছয়

0
1596

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Six arrested for illegal body business
পুলিশী হেফাজতে ধৃত ছয়।নিজস্ব চিত্র

অভিযোগ দীর্ঘদিনের।সাম্প্রতিককালে পুলিশের তৎপরতায় লাগাম পরানো গিয়েছিল।একের পর এক হোটেলে অভিযান চালিয়ে মুর্শিদাবাদ পুলিশ লালবাগে বেআইনী দেহ ব্যবসা নিয়ন্ত্রণ করলেও।চুপেচাপে তা চলছিলই।গতকাল রাত্রে মুর্শিদাবাদ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে লালবাগের একটি হোটেলে অভিযান চালায় এবং সেখান থেকে তিনজন মহিলা ও তিনজন পুরুষকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করেন।

Six arrested for illegal body business
বরুন বৈদ্য,লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক।নিজস্ব চিত্র

একইসাথে হোটেলের ম্যানেজারকেও গ্রেফতার করে পুলিশ।মুর্শিদাবাদ জেলার পর্যটন শহর লালবাগ এবং সেখানে বহু হোটেল আছে। ডিসেম্বর জানুয়ারি মাসে সারা রাজ্য দেশ এমনকি বিদেশী পর্যটকে ভরে ওঠে এই মহকুমা শহর।বাংলা বিহার ওড়িশার তৎকালীন রাজধানী বর্তমানে মুর্শিদাবাদ জেলার একটি মহকুমা শহর।হাজারদুয়ারী কাটার মসজিদ,কাঠগোলা বাগান ঘিরে এই পর্যটন শিল্পের প্রসার।

আরও পড়ুন: অবৈধ পোস্ত চাষ,গোপন খবরে ধ্বংস করল পুলিশ

Six arrested for illegal body business
নিজস্ব চিত্র

ইতিহাসের টানে আসা পর্যটকদের ভীড়ের পাশাপাশি চলত দেহ ব্যবসার রমারমা প্রসার।পুলিশী অভিযানে অসাধু হোটেল মালিকদের গ্রেফতার করেও সম্পূর্ণ ভাবে রোখা যায় নি তার প্রমান গতকালের অভিযান।তবে পুলিশ এবার অবৈধ দেহ ব্যবসা রুখতে আরও বেশী তৎপর।মহকুমা পুলিশ আধিকারিক বরুন বৈদ্য জানান যে,পরিস্থিতি আগের থেকে ভালো তবে নির্মূল করতে প্রশাসন তৎপর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here