সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
ডাকাতির ছক সাজাতে গিয়ে একত্রিত হয়েছিল দুষ্কৃতীরা।৬ জনের একটি দল খড়িবেড়িয়ার এক বেসরকারি পেট্রোল পাম্প এর কাছে একত্রিত হয়েছিল।দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার স্পেশাল টিম গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় এবং সংশ্লিষ্ট থানার ঐ এলাকা থেকে তাদেরকে আটক করে।
আরও পড়ুন: ক্রেতা সেজে গহনা চুরি,ধৃত মহিলা
বিষ্ণুপুর থানার নিয়ে এসে ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে জেরার মুখে সমস্ত কিছু স্বীকার করে নেয় তারা।ধৃতদের নাম তুষার ,দীপ দাস,সুজিত ভুঁইয়া, মনো রায়,উত্তম নস্কর,নাজির সর্দার।পুলিশ সূত্রে জানা গেছে তাদের কাছে থেকে পুলিশ ১ টি ওয়ান শাটার পিস্তল,২ টি ভোজালি, ২ টি রড উদ্ধার।
পুলিশ তাদের বিরুদ্ধে আই পিসি ৪৪৮/১৯ U/S – ৩৯৯/৪২০ আইপিসি 25 (i) (এ) ২৭ আর্মস অ্যাক্ট ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584