৮০ কেজি গাঁজা ও তিনটি গাড়ি সহ ধৃত ৬

0
167

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলা এস.ও.জি ও সেই সঙ্গে বহরমপুর থানার যৌথ উদ্যোগে শুক্রবার রাত দশটা নাগাদ মানকরার কাছে ৮০ কেজি গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

drug smugglers | newsfront.co
গাঁজা সহ পাচারকারী গ্ৰেফতার। নিজস্ব চিত্র

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮০ কেজি গাঁজাসহ একটি লরি, যার নম্বর (ডব্লু,বি২৫,বি৩৯৪৬), একটি মারুতি ভ্যান, যার নম্বর (ডব্লু,বি৫২,পি৯৪৯৫)এবং একটি ছোট গাড়ি, যার নম্বর (ডব্লু,বি৫২,এ,ভি০৬০৭)।

আরও পড়ুনঃ অস্ত্র সহ গ্রেফতার তিন বিজেপি নেতা

পুলিশ সূত্রে খবর, এই ছয়জন ধৃত ব্যক্তি একটি লরিতে কোচবিহারের আক্রহাট থেকে গাঁজা ভর্তি করে মানকরা হয়ে , তারা মুর্শিদাবাদের ডোমকল এবং তারপর নদীয়ার হোগলবেড়িয়াতে রপ্তানীর জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের হাতেনাতে ধরে ফেলে।

জানা গেছে, ঘটনায় ধৃত তপন বর্মন উত্তর দিনাজপুর, কার্তিক সরকার কোচবিহার, রাজেশ মণ্ডল নদীয়া, বল্টু মণ্ডল মুর্শিদাবাদ, আসরাফুল এবং সলিল সেখ নদীয়ার বাসিন্দা। পুলিশ ধৃতদের শনিবার আদালতে তোলে। বিচারক তাদেরকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here