সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
ইচ্ছে থাকলেও উপায় ছিল না। শুধু কারণ হয়ে দাঁড়িয়েছিল অর্থ সংকট। সুযোগ পেলে সৎ পথে থেকে স্বপ্নকে সত্যি করার প্রতিজ্ঞা করেছিল ছয় যুবক।

সেই প্রতিজ্ঞা আজ বাস্তবের পথে। বিনা পয়সায় প্রশিক্ষণ শিবির খুলে নজির গড়লেন দক্ষিণ সুন্দরবনের ছয় যুবক। নানান কর্মব্যস্ততার মধ্য দিয়ে সুন্দরবনে শিশুদের প্রতিযোগী করে গড়ে তোলায় অঙ্গীকারবদ্ধ হলেন এই ছয় যুবক।

কেউ পেশায় শিক্ষক কেউ আবার ব্যবসায়ী। অনেকে বেকারত্বের জ্বালা বুকে নিয়েও বর্তমান প্রজন্মের শিশুদের নিয়ে শিল্পী গড়ার স্বপ্ন দেখছেন। বিনিপয়সায় অঙ্কন ও যোগাসন শিখানোর কাজ শুরু করেছিলেন দক্ষিণ সুন্দরবনের এই ছয় যুবক।

দক্ষিণ সুন্দরবনের কাকদ্বীপ ব্লকের অক্ষয়নগর জলট্যাঙ্ক পাড়া। এখানেই গড়ে উঠেছে শিল্পকলার প্রশিক্ষণ কেন্দ্র। ২০১৭ সাল থেকে শুরু হয়েছে পথ চলা।

বর্তমানে শিল্পকলা প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে শতাধিক ছাত্র-ছাত্রী। সপ্তাহে শনি ও রবিবার শেখানো হয় অঙ্কন ও যোগাসন। যাঁরা শেখান তাঁরাও বিনিপয়সায় প্রশিক্ষণ দেন। সুমিত জানা পেশায় শিক্ষক, অপরেশ কামিলা পেশায় বই দোকানদার, হরিশ চন্দ্র দাস এল আই সি এজেন্ট, ইন্দ্র সেন দাস সমাজসেবী, সিংচন মাট্টা, শক্তিপদ ঘরুই সরকারী কর্মচারী।
আরও পড়ুনঃ আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন

কাকদ্বীপের ঋষিবম্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের জলট্যাঙ্ক পাড়ার এই ছয় জনের কর্মকান্ডে সাধুবাদ জানিয়েছেন অনেকে। একটা সময় ছিল যখন অর্থ সংকট বাধা হয়ে দাঁড়িয়েছিল এই মানুষগুলির ইচ্ছের বিরুদ্ধে।

জীবনের শৈশবের দিনগুলির যন্ত্রণার কথা ভুলতে পারেননি সিংচন ,শক্তিপদ , হরিশচন্দ্র , সুমিত, অপরেশরা। তাই নিজেদের অপূর্ণ ইচ্ছে সফল করার স্বাদ মেটাতে চাইছেন বর্তমান শৈশব প্রজন্মদের দিয়ে। অঙ্কন থেকে যোগাসন শিখে অনেকে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। গর্বিত করছে সুন্দরবনের মানুষদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584