নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা জয় করে রোগ থেকে মুক্তি লাভ করে বাড়ি ফিরলেন ৬ জন। তাদের শনিবার রাত ১০টা নাগাদ পুষ্পস্তবক, ফুলের মালা, ফুল ছিটিয়ে সংবর্ধনা জানিয়ে বিদায় দিলেন রায়গঞ্জ কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী ১০দিন কোভিড হাসপাতালে থেকে তারা এদিন রাতে স্বাস্থ্য দফতরের গাড়িতে করে বাড়ির পথে রওনা দেন।

এদের মধ্যে ৩ জনের বাড়ি রায়গঞ্জ পুরএলাকায়, ১জন ইটাহারের বাসিন্দা ও ২জন নদীয়ার বাসিন্দা। কিন্তু চাকরিসূত্রে তারা রায়গঞ্জের বিদ্যুৎ দফতরের কর্মী। রায়গঞ্জ কোভিড হাসপাতালে থেকে সম্পূর্ণ সুস্থ করে এই ৬ জনকে ছাড়া হয়।
আরও পড়ুনঃ কৃষ্ণেন্দুকে সংবর্ধনা তৃণমূল সংখ্যালঘু সেলের
কোভিড হাসপাতালের নার্সিং সুপার বাপি বিশ্বাস বলেন, “রাতে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩০ জন।” কোভিড হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন পর্যন্ত মোট ৮০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584