দিল্লিতে আজ থেকে আগামী ৬ দিনের সম্পূর্ণ লকডাউন জারি

0
122

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লিতে জারি হলো এক সপ্তাহের সম্পূর্ণ লকডাউন, কার্যকর আজ রাত ১০ টা থেকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক ভিডিও বার্তায় জানিয়েছেন, দিল্লিতে চলছে করোনার চতুর্থ ঢেউ , পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা লকডাউন থাকবে।

Arvind Kejriwal | newsfront.co
ফাইল চিত্র

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত ২৩,৫০০ জন। গত ৩-৪ দিনে এক একদিনে ২৫,০০০ জনও সংক্রামিত হয়েছে এমন রিপোর্ট এসেছে। দিল্লির হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর সংখ্যা তবে স্বাস্থ্য ব্যবস্থা অটুট রয়েছে।

অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, জরুরি পরিষেবা খোলা থাকবে, বিয়েবাড়িতে ৫০ জনের অধিক মানুষ জমায়েত করা যাবে না তাও আলাদা করে অনুমতি নিয়েই করতে হবে।

আরও পড়ুনঃ চুপিসারে করোনা যোদ্ধাদের জীবনবিমা বন্ধ করলো কেন্দ্রীয় সরকার

গত বছর লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র মাথায় রেখে কেজরিওয়াল তাঁদের আবেদন করেছেন যে, মাত্র ৬ দিনের জন্য লকডাউন জারি হয়েছে, এই পরিস্থিতিতে তাঁরা যাতে দিল্লি ছেড়ে যাওয়ার পরিকল্পনা না করেন। কেজরিওয়াল আরো বলেন যে তিনি আশা করেন ৬ দিনের বেশি লকডাউন জারি করার প্রয়োজন হয়তো পড়বেনা। এবং দিল্লি সরকার পরিযায়ী শ্রমিকদের সর্বোত ভাবে সহযোগিতা করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here