নিজস্ব সংবাদদাতা, ত্রিপুরাঃ
করোনা আতঙ্কের মধ্যে বাইরের রাজ্যে অবস্থানরত ত্রিপুরা রাজ্যের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। আজ ২৩৭ জন ছাত্র-ছাত্রী রাজস্থানের কোটা থেকে রাজ্যে আসে। তাদের সাথে তাদের অভিভাবক , সিকিউরিটি গার্ড ও চালক মিলিয়ে প্রায় ২৬০ জনের মতো হবে।
আজ সকালে তারা চুরাইবাড়ি আসলে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য লম্বা লাইন লেগে যায়। সেই লাইনে সামাজিক দূরত্বও বজায় রাখা হয়নি। রয়েছেন মাত্র কয়েকজন পুলিশ কর্মী, তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদেরকে সরকারি উদ্যোগে কোয়ারেন্টাইনে রাখা হবে।
অপরদিকে চুরাইবাড়ি গেটে আটকা পড়া চালকরা জানালেন তারা এখানে খাবারদাবার কিছুই পাচ্ছেন না। চড়া দামে জিনিসপত্র কিনতে হচ্ছে। ছয় দিন হয়ে গেলেও এখনো রিপোর্ট আসেনি। অপরদিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আগত চালকরা বাজারে ঘোরাফেরা করছে, ফলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যে শ্বাসকষ্ট-জ্বরের রহস্যময় চলন, স্বাস্থ্য দফতরের কড়া নজরদারি জেলাতে
ত্রিপুরার প্রবেশদ্বার চুরাইবাড়ির উপর রাজ্য সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন। এখানে পুলিশ কর্মীর সংখ্যা বাড়াতে হবে বলে মত অধিকাংশেরই। অপরদিকে বহিঃরাজ্য থেকে ফেরা ছাত্রছাত্রীরা জানালো রাজ্য সরকার তাদের পারমিশন দেওয়ায় তারা রাজ্যে ফিরে এসেছে। বর্তমানে রাজ্য সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে তারা তা পালন করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584