তৃতীয় লিঙ্গের মানুষদের করোনার চিকিৎসার জন্য এমআরবাঙ্গুরে ৬টি ‘ডেডিকেটেড বেড’

0
46

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সংক্রমণ শুধু সাধারণ পুরুষ-মহিলা নন, সংক্রামিত হচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষজনও। কিন্তু করোনা হাসপাতালে অনেক সময়েই চিকিৎসা করাতে সমস্যা হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষদের। তাই এবার এম আর বাঙ্গুর হাসপাতালে তাঁদের জন্য ৬টি বেড ‘ডেডিকেটেড’ করা হল।

M R Bangur | newsfront.co
ফাইল চিত্র

তৃতীয় লিঙ্গ মানুষদের করোনা চিকিৎসার জন্য এভাবে ‘ডেডিকেটেড বেড’ রাজ্যের মধ্যে একমাত্র এম আর বাঙ্গুর হাসপাতালই নির্দিষ্ট করল রাজ্যের স্বাস্থ্য দফতর। এম আর বাঙ্গুর হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালে ছটি বেড রয়েছে।

আরও পড়ুনঃ ফের করোনা আক্রান্তের ঘটনায় সি-টি ভ্যালু প্রয়োগ করতে চাইছে কলকাতা মেডিক্যাল কলেজ

তবে এই করোনা পর্বে গত ৪ মাসে এখনও পর্যন্ত একজন তৃতীয় লিঙ্গের মানুষ করোনা আক্রান্ত হয়ে পজেটিভ রিপোর্ট নিয়ে স্বাস্থ্য ভবন মারফত এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা করে সুস্থ হয়ে তিনি বাড়িও ফিরেছেন। আপাতত আর কোনও তৃতীয় লিঙ্গের মানুষ করোনা আক্রান্ত হয়ে এম আর বাঙ্গুরে এই মুহূর্তে ভর্তি নেই।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষের

হাসপাতাল সুপার শিশির নস্কর বলেন, “সব মানুষের কথা ভেবেই স্বাস্থ্যভবন কাজ করছে। আমরা নির্দেশ মত দায়িত্ব পালন করছি। কোন মানুষ যাতে নিজেকে সমাজের থেকে আলাদা মনে করেন তার জন্য আমাদের এই ব্যবস্থা”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here