কর্ণাটকের পাথর খাদানে বিস্ফোরণ, মৃত ৬

0
63

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মঙ্গলবার সকালে পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ কর্ণাটকের চিক্কাবল্লপুর জেলায়। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কিছু জিলেটিন স্টিক ফেটেই এই বিস্ফোরণ বলে পুলিশ সূত্রে খবর। বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরণের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

Karnataka Gelatin explosion | newsfront.co
ছবিঃ এএনআই

এত পরিমাণ জিলেটিন স্টিক নিয়ে অভিযুক্তরা কী করছিল সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। এর পিছনে বড় কোনও নাশকতার সম্ভাবনা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে করে হিরেনাগাভেলি গ্রামের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ জিলেটিন স্টিক নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই বিস্ফোরণ হয় তাতে। পেরেসান্দ্রা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই গাড়িটি উড়ে গিয়েছে। বিস্ফোরণে মৃতদের দেহও চেনা যাচ্ছে না।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রের পাঁচ জেলায় আংশিক লকডাউন

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর ওই জেলারই দায়িত্বে রয়েছেন। তিনি এদিন ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বলেন, বেআইনি বিস্ফোরক মজুত করা হচ্ছিল। ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুনঃ বিধিভঙ্গের অভিযোগে শীর্ষ আদালতে ধাক্কা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের

মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে গোটা ঘটনার বিষয়ে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

পিএমও-র তরফে টুইট করে জানানো হয়েছে, “কর্ণাটকের চিক্কাবল্লপুরে দুর্ঘটনায় মৃতদের জন্য ব্যথিত। তাঁদের পরিজনদের সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।“ এই বিস্ফোরণের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here