সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের আউসগ্রামের ভাল্কি পঞ্চায়েত এলাকায় রানীগঞ্জ গ্রামে কাটমানি নিয়ে অশান্তির জেরে দু’তরফের ছয় জন জখম হলেন।
বিজেপির অভিযোগ, কাটমানির অভিযোগ জানাতে গিয়েছিলেন ব্লক অফিসে গ্রামের কয়েকজন।অভিযোগ নেওয়া হয়নি।অভিযোগকারীরা গ্রামে ফিরলে তাঁদের ওপর তৃণমূলের লোকেরা চড়াও হন বলে বিজেপির অভিযোগ।
এতে জখম হয়েছে তিনজন। যদিও তৃণমূলের দাবি, বিজেপি অশান্তি ছড়িয়েছে। তৃণমূলের ভাল্কি অঞ্চলে কার্যকারী সভাপতি অরূপ মির্ধার অভিযোগ,বিজেপির লোকজন তৃণমূল কার্যালয়ে হামলা চালিয়েছে।তার জেরে তিনজন কর্মী জখম হন।
বিজেপির তরফে বিডিও অফিসে গেট বন্ধ করে অবস্থান-বিক্ষোভ করা হয় ঘন্টা দুয়েক ধরে।
আউসগ্রাম মন্ডল সভাপতি বিজেপির স্মৃতিকান্ত মণ্ডল বলেন, কার কাছে অভিযোগ করলে টাকা টাকা ফেরত পাওয়া যাবে সে ব্যাপারে বিডিওর কাছে তিনি জানতে এসেছিলেন।আউসগ্রাম ২ বিডিও সুরজিৎ ভর বলেন, বিক্ষোভকারীদের দাবি শোনা হয়েছে।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে থানাতে বিক্ষোভ ট্রাক মালিকদের
কাটমানি সংক্রান্ত অভিযোগ নির্দিষ্ট জায়গায় পাঠানো হবে। এদিনই তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের কাছে কাটমানি নেওয়ার অভিযোগে আউসগ্রাম ১ ব্লক অফিসের গণস্বাক্ষর করা চিঠি জমা দেওয়া হয়।গুসকরা ২ পঞ্চায়েতের নওদা গ্রামের ১৪০ জন গ্রামবাসী পৃথক পৃথকভাবে টাকা নেওয়ার ব্যাপারে অভিযোগ জানিয়েছেন।
অভিযোগকারীদের বক্তব্য, সরকারি প্রকল্পে বাড়ি দিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি দেবব্রত মন্ডল থেকে দশ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন।
যদিও দেবব্রতবাবুর দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আউসগ্রাম ১ বিডিও। আউসগ্রাম ২ ব্লকের ছোড়া গ্রামেও কাটমানি ফেরত চেয়ে সালিশি সভা ডাকা হয় বলে অভিযোগ করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584