নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিজেপি আর জনতা দল ইউনাইটেড বিহারে বিজেপির শরিক হলেও, একেবারেই উল্টো চিত্র উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে। নীতীশের দলকে বড় ধাক্কা দিল শাসকদল বিজেপি। সেখানে ছয় জন জেডিইউ বিধায়ক শুক্রবার নাম লেখালেন গেরুয়া শিবিরে। বিহারে যেখানে জোট বেঁধে সরকার গঠন করেছে দুই দল, সেখানে অরুণাচলে জনতা দলকে ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
জানা গিয়েছে, তালেম তাবো, হায়েং মাংফি, জিক্কে তাকো, দোরজি ওয়াংডি খার্মা, ডোংরু সিয়ংজু এবং কাংগং তাকু নামে ছয় জেডিইউ বিধায়ক বিজেপিতে যোগ দিলেন। গত নভেম্বরে দলবিরোধী কাজের জন্য সিয়ংজু, খার্মা ও তাকোকে শোকজ করেছিল জেডিইউ। তাঁদের পরে সাসপেন্ডও করে জেডিইউ নেতৃত্ব। আগে তালেম তাবোকে পরিষদীয় নেতা হিসাবে নির্বাচিত করেছিল অরুণাচলের জেডিইউ বিধায়করা।
আরও পড়ুনঃ আরও চাপে মোদী সরকার, বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে পম্পেওকে চিঠি মার্কিন আইন প্রণেতাদের
রাজ্য বিজেপির সভাপতি বি আর ওয়াঘে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, দলে যোগ দেওয়ার জন্য এই ছয়জন জেডিইউ বিধায়ক লিখিত আবেদন জানিয়েছিলেন, যা গ্রহণ করা হয়েছে। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ১৫টি আসনে প্রার্থী দিয়ে ৭টি আসনে জয়ী হয় নীতীশ কুমারের দল। বিজেপি ৪১টি আসনে জয়ী হয়।
আরও পড়ুনঃ প্রয়াত উর্দু কবি শামসুর রহমান ফারুকি
জেডিইউ দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসে অরুণাচলে। কিন্তু ছয় বিধায়ক বিজেপিতে চলে যাওয়ায়, গেরুয়া শিবিরে এখন ৪৮ বিধায়ক হয়ে গেল , জেডিইউয়ের বিধায়ক মাত্র একজন। অন্যদিকে, কংগ্রেস ও এনপিপির চারজন করে বিধায়ক রয়েছে এখন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584