নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাম মন্দির ট্রাস্টের চেক নকল করে অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নিল জালিয়াতরা। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে, ট্রাস্টের চেক নকল করে ৬ লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিয়েছে জালিয়াতরা।
ডিএসপি রাজেশ কুমার জানান রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের চেক জাল করে টাকা তোলা হয়েছে ব্যাংক থেকে। পুলিশ এফআইআর দায়ের করেছে ভারতীয় দণ্ডবিধির ৪৭১, ৪৬৮, ৪৬৭, ৪২০, ৪১৯ ধারায়।
আরও পড়ুনঃ স্ব-নিধি প্রকল্পে এবার অনলাইনে মিলবে ‘স্ট্রিট ফুড’
রাজেশ কুমার আরও জানান, ১ সেপ্টেম্বর ২.৫ লক্ষ টাকা ও ৮ সেপ্টেম্বর ৩.৫ লক্ষ টাকা জাল চেকের সাহায্যে ব্যাংক থেকে তুলে নেওয়া হয়, চেকের সই ও জাল করা হয়েছিল। বিষয়টি নজরে আসে যখন ব্যাংক থেকে চম্পত রাইকে একটি কনফার্মেশন কল করা হয় কারণ তৃতীয় একটি চেক ক্লিয়ারিং এর জন্য জমা করা হয়েছিল ৯.৮৬ লক্ষ টাকার। ট্রাস্ট এবং পুলিশ দু’পক্ষই জানিয়েছে একই নম্বরের আসল চেকগুলি ট্রাস্টের কাছে রয়েছে।
আরও পড়ুনঃ অযোধ্যায় মসজিদের চেয়ে গুরুত্ব পাচ্ছে হাসপাতাল নির্মাণ
পুলিশ জানিয়েছে এটি সম্পূর্ণ ভাবে দায়িত্বহীনতার কারণেই হয়েছে চেক এবং সই যে জাল এটা ব্যাংকের বোঝা উচিত ছিল। যে টাকা তোলা হয়েছে তা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় ট্রান্সফার করা হয়েছে। পুলিশ সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে জালিয়াতির কিনারা করার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584