আসছে রাজা চন্দ’র ‘হারানো প্রাপ্তি’

0
310

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Soham Payel | newsfront.co

বড়পর্দার জন্য ‘হারানো প্রাপ্তি’ বানিয়েছিলেন পরিচালক রাজা চন্দ৷ তখন তো কেউ জানত না সময়টা এমনভাবে অন্যরকম হয়ে যাবে।

Soham Chakraborty | newsfront.co

আবার কবে প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পাবে তার কোনও উত্তর নেই কারো কাছে। আর তাই বড়পর্দার জন্য বানানো একের পর এক ছবি মুক্তি পাচ্ছে ওটিটি-তে। আর এবার জি বাংলায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে সেই ‘হারানো প্রাপ্তি’র।

Payel Sarkar | newsfront.co

রাজা চন্দ পরিচালিত এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম গাঙ্গুলি, সোহম চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, সৌরভ দাস, উদয়প্রতাপ সিং, মধুমিতা চক্রবর্তী, পদ্মনাভ দাশগুপ্ত, আয়ুষী তালুকদার, সায়ন ব্যানার্জি প্রমুখ।

Harano Prapti | newsfront.co

এবার গল্পটা- মৈনাক একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার। সে কলকাতায় এসে একটি মেয়েকে অপ্রীতিকর পরিস্থিতি থেকে বাঁচায়৷ দুজনের মধ্যে ভাব-ভালোবাসা জন্মায়।

Harano Prapti | newsfront.co

মৈনাক মেয়েটিকে নিজের দেশের বাড়িতে পৌঁছে দেবে ঠিক করে। আর তখনই নিরুদ্দেশ হয় মেয়েটি। সেই সময় মৈনাকের দিকে সাহায্যের হাত বাড়ায় আসলাম ও জাহিদা নামে প্রেমিকযুগল।

Harano Prapti | newsfront.co

অবশেষে মেয়েটিকে খুঁজে পায় তারা। সঙ্গে একটি নারীপাচারচক্রের সঙ্গেও পরিচিত হয় মৈনাক, আসলাম, জাহিদা। তারপর? জানতে হলে ১৩ সেপ্টেম্বর চোখ রাখতে হবে জি বাংলার ওয়ার্ল্ড প্রিমিয়ারে।

Saurav Das | newsfront.co

গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। কস্টিউম ডিজাইন করেছেন শবরী চক্রবর্তী। গান গেয়েছেন শান, শ্রী, প্রসেনজিৎ মল্লিক। গান লিখেছেন রাজা চন্দ, রাজীব দত্ত।

Harano Prapti | newsfront.co

আর্ট ডিরেক্টর আনন্দ আঢ্য৷ কোরিয়োগ্রাফি করেছেন বাবা যাদব, অরবিন্দ ঠাকুর। সম্পাদনায় শুভজিত সিংহ। সিনেমাটোগ্রাফিতে সৌভিক বসু৷ ছবিতে আইটেম ডান্স করতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে।

আরও পড়ুনঃ ইউটিউবে ইমনের পুজোর গান- ‘একি লাবণ্যে’

Tanusree | newsfront.co

‘গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট’ প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় ছবিটির প্রিমিয়ার দেখুন ১৩ সেপ্টেম্বর দুপুর ৩ টেয় জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here