জুয়া খেলার অপরাধে ধৃত ছয় সদস্য, পুজোর উদ্বোধনে দিলীপ

0
59

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

কালী পুজোর উদ্বোধনে অতিথি বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। কিন্তু উদ্বোধনের পূর্বেই জুয়া খেলার অপরাধে গ্রেফতার খোদ পুজোর আয়োজক কমিটির সদস্য।

ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের ২ নং ওয়ার্ডের বিবেকানন্দপল্লীতে।

six members of a club committee arrested for gambling
নিজস্ব চিত্র

জানা যায়, শনিবার পুজোর উদ্বোধন করার কথা দিলীপ ঘোষের তার পূর্বে শুক্রবার রাতে পুজো কমিটির ছয় জনকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করে মেদিনীপুর শহরের কতোয়ালী থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জুয়ার বোর্ড থেকে গ্রেফতার করা হয়েছে ছয় জনকে।

আরও পড়ুনঃ কোচবিহারে পুলিশী অভিযানে ধৃত ১৪ জুয়াড়ি

এই ঘটনায় রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে ৷ বিজেপির জেলা সম্পাদক অরুপ দাস বলেন, দিলীপ দা কে উদ্বোধক করার অপরাধে বিজেপি কর্মীদের ওপরে চাপ তৈরী করতে মিথ্যা মামলাতে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যাক্তিরা পুজোর প্যান্ডেল বাঁধার কাজ করছিলেন৷ এটা স্থানীয় তৃণমূলের কাউন্সিলার নির্মাল্য চক্রবর্তীর নির্দেশে করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলার নির্মাল্য চক্রবর্তী। তিনি বলেন, পুলিশ স্থানীয়দের কাছে অভিযোগ পেয়ে গ্রেফতার করেছে, এখানে আমাদের কোনো ভুমিকা নেই ৷ জুয়ার আসর থেকে গ্রেফতার হলেও তৃণমূলকে দোষ দিয়ে নিজেদের কালিমা ঢাকার চেষ্টা করছে বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here