নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ৬টি পুরসভার আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর, ঘাটাল, ক্ষীরপাই, চন্দ্রকোনা, রামজীবনপুর ও খড়ার পুরসভার আসন সংরক্ষণের খসড়া তালিকা আগেই প্রকাশিত হয়েছিল। খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর মাত্র চারটি অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগগুলি এসেছিল খড়্গপুর পুরসভা থেকে।
গত শুক্রবার অভিযোগকারীদের ডেকে কেন ওই আসনগুলি সংরক্ষণ করা হয়েছে তা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাখ্যা দেওয়া হয়। তাতে সন্তুষ্ট হয় অভিযোগকারীরা। যার ফলে খসড়া তালিকা প্রকাশিত আসন সংরক্ষণের তালিকা চূড়ান্ততালিকা হিসাবে সোমবার প্রকাশ করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পুরসভার মধ্যে মেদিনীপুর পুরসভার চূড়ান্ত তালিকা আগেই প্রকাশিত হয়েছে।
মেদিনীপুর পুরসভার ২৫ টি আসনের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে নটি আসন, তপশিলি জাতিদের জন্য দুটি ও তপশিলি উপজাতিদের জন্য একটি আসন। খড়্গপুর পুরসভার ৩৫টি আসনের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে ১২ টি আসন,তপশিলি জাতির জন্য চারটি ও তপশিলি উপজাতিদের জন্য একটি সংরক্ষিত হয়েছে। ঘাটাল পুরসভার ১৭ টি আসনের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে ছয়টি আসন ও তপশিলি জাতির জন্য তিনটি আসন। ক্ষীরপাই পুরসভার ১০ টি আসনের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে চারটি আসন ও তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত হয়েছে একটি আসন।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতার চাম্পিয়ন গোরক্ষপুর একাদশ
চন্দ্রকোনা পুরসভার ১২ টি আসনের মধ্যে মহিলাদের জন্য চারটি আসন এবং তফসিলের জন্য পাঁচটি আসন সংরক্ষিত হয়েছে। খড়ার পুরসভার ১০ টি আসনের মধ্যে মহিলাদের জন্য চারটি আসন ও তপশিলি জাতিদের জন্য তিনটি আসন সংরক্ষিত হয়েছে।
রামজীবনপুর পুরসভার ১১ টি আসনের মধ্যে মহিলাদের জন্য চারটি ও তপশিলি জাতিদের জন্য তিনটি আসন সংরক্ষিত হয়েছে। সোমবার ৬টি পুরসভার আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় আগামী এপ্রিল মাসে পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পুরসভার নির্বাচন হবে বলে ধরে নিয়েছেন রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন পুরসভার সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে আমরা পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি।
আরও পড়ুনঃ আদিবাসীদের সম্মান জানাতে পঞ্চায়েত কার্যালয়ের নাম অলচিকিতে লিখন
বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সমিত কুমার দাস ও বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য বলেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায় ও পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি সৌমেন খান বলেন আমরাও নির্বাচনের জন্য তৈরি হয়েছি এবং নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি।তাই পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি পুরসভার নির্বাচন নিয়ে জেলার রাজনৈতিক দলগুলি আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584