নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে করোনা সংক্রমণের সংখ্যা সাড়ে চারশো ছাড়ালো। বুধবার মালদহে আরও নতুন করে ছয় জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এই তালিকাতে ইংরেজবাজার পুরসভা ও ব্লক এলাকার পাঁচজন রয়েছেন।

এছাড়াও কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর দুই গ্রাম পঞ্চায়েতের একজন রয়েছেন। এক ৫৫ বছরের মহিলা সহ এক ট্র্যাফিক পুলিশ এই তালিকাতে রয়েছেন বলে খবর। জানা গিয়েছে, ইংরেজবাজার ব্লকের যদুপুর-২, কাজিগ্রাম ও বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে একজন করে সংক্রামিত হয়েছেন।
আরও পড়ুনঃ ইসলামপুর ট্রাফিক পুলিশ পাচ্ছে সাইরেনওয়ালা পাঁচটি বাইক
অন্যদিকে, ইংরেজবাজার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফিরোজপুরে এক মহিলার করোনা সংক্রমণ ধরা পড়েছে। মালদহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫৩। পুরাতন মালদহের কোভিড হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৩৮ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন প্রায় ৩০০ জন করোনা আক্রান্ত ব্যক্তি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584